ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকার গঠন করবে, আশাবাদী শিবরাজ চৌহান 
রাঁচি, ২১ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকার গঠন করবে, আশাপ্রকাশ করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে গুরুদায়িত্ব ছিল শিবরাজের কাঁধে। ভোট শেষ হয়েছে, ২৩ নভেম্বর ফল ঘোষণা। আর বৃস্পতিবার ঝাড়খ
আশাবাদী শিবরাজ চৌহান


রাঁচি, ২১ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকার গঠন করবে, আশাপ্রকাশ করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে গুরুদায়িত্ব ছিল শিবরাজের কাঁধে। ভোট শেষ হয়েছে, ২৩ নভেম্বর ফল ঘোষণা। আর বৃস্পতিবার ঝাড়খণ্ড ছেড়ে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা হলেন তিনি।

তার আগে রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, মধুর স্মৃতি নিয়ে আমি ঝাড়খণ্ড ছাড়ছি। এই রাজ্য সম্পদে পরিপূর্ণ, এখানে এমন অনেক কিছু আছে, যাতে ঝাড়খণ্ড উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছতে পারে। এখানে বিজেপি-এনডিএ সরকার গঠিত হবে। ঝাড়খন্ড নিজস্ব সম্পদগুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করবে এবং সমৃদ্ধ, বিকশিত, ক্ষমতায়িত এবং অনুপ্রবেশকারী মুক্ত হবে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande