চড়ুই পাখি জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : প্রধানমন্ত্রী 
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): চড়ুই পাখির বিলুপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, চড়ুই আমাদের চারপাশের জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): চড়ুই পাখির বিলুপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, চড়ুই আমাদের চারপাশের জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখন শহরগুলিতে চড়ুই খুব কমই দেখা যায়। ক্রমবর্ধমান নগরায়নের কারণে চড়ুই আমাদের থেকে দূরে চলে গিয়েছে। বর্তমান প্রজন্মের অনেক শিশুই চড়ুইকে শুধু ছবি অথবা ভিডিওতে দেখেছে।

চড়ুই একাধারে পরিবেশবান্ধব অন্যদিকে কৃষকবান্ধব পাখি। এরা খেতের পোকামাকড় এবং আগাছার দানা খেয়ে ফসলের উপকার করে। এহেন উপকারি পাখিটি নানাভাবে বিলুপ্ত হয়েছে। বর্তমানে চড়ুই সংরক্ষণের জন্য প্রতি বছর ২০ মার্চ দিনটি ‘বিশ্ব চড়ুই দিবস’ হিসেবে পালিত হয়। চড়ুইয়ের সংরক্ষণের জন্য ২০১০ সাল থেকে প্রতি বছর ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়।

চড়ুই পাখির বিলুপ্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, শিশুদের জীবনে এই সুন্দর পাখিটিকে ফিরিয়ে আনার জন্য কিছু অনন্য প্রচেষ্টা চলছে। চেন্নাইয়ের কুদুগাল ট্রাস্ট চড়ুইয়ের সংখ্যা বাড়ানোর প্রচারে স্কুলের শিশুদের সম্পৃক্ত করেছে। ইনস্টিটিউটের লোকজন স্কুলে গিয়ে বাচ্চাদের বলেন, চড়ুই দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠান শিশুদের চড়ুইয়ের বাসা তৈরির প্রশিক্ষণ দেয়। এ জন্য ইনস্টিটিউটের লোকজন ছোট ছোট কাঠের ঘর তৈরি করতে শিখিয়েছেন শিশুদের। এতে চড়ুইদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande