স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, বিশেষ প্রয়াসের কথা জানালেন মোদী 
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিশেষ প্রয়াসের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বলেছেন, আগামী বছর স্বামী ব
স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিশেষ প্রয়াসের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বলেছেন, আগামী বছর স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। এবার দিনটি একটু বিশেষ পদ্ধতিতে উদযাপন করা হবে। এই উপলক্ষে ১১ এবং ১২ জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে তরুণদের আলাপ-আলোচনার মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে, আর উদ্যোগের নাম 'বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ'। সমস্ত রাজ্য, জেলা ও গ্রাম থেকে প্রায় ২০০০ তরুণ অংশ নেবে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আপনাদের মনে থাকবে লালকেল্লা থেকে এমন তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলাম আমি। যাদের পরিবারে কোনও ব্যক্তি অর্থাৎ সমগ্র পরিবারের কারও রাজনৈতিক ব্রাকগ্রাউন্ড নেই। এমন এক লক্ষ তরুণদের, নবীন যুবদের রাজনীতিতে যুক্ত করার জন্য দেশে বিভিন্ন ধরনের অভিযান চলবে। বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ এমনই এক প্রয়াস।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande