নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে এনসিসি-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এনসিসি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মনোভাব জাগিয়ে তোলে। রবিবার এনসিসি দিবস। এই উপলক্ষ্যে মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ এনসিসি দিবস। এনসিসি-র নাম শুনলেই মনে পড়ে যায় আমাদের স্কুল-কলেজের দিনগুলি। আমি নিজে একজন এনসিসি ক্যাডেট ছিলাম, তাই আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এনসিসি থেকে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তা আমার জন্য অমূল্য।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এনসিসি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মনোভাব জাগিয়ে তোলে। আপনারা নিশ্চয়ই আপনাদের চারপাশে দেখেছেন, যখনই কোথাও কোনও দুর্যোগ হয়, বন্যা হোক, ভূমিকম্প হোক অথবা কোনো দুর্ঘটনা, এনসিসি ক্যাডেটরা সেখানে সাহায্যের জন্য অবশ্যই উপস্থিত থাকে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ