বেরুত, ২৮ নভেম্বর (হি.স.) : লেবাননে যুদ্ধবিরতির পরদিনই হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইজরায়েল। আবার লেবাননের পালটা দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি ট্যাংক হামলা চালিয়েছে।
১৪ মাস পর বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইজরায়েল ও হেজবোল্লা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার একদিনের মধ্যেই দু’পক্ষই ফের হামলার অভিযোগ তোলায় যুদ্ধবিরতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজনরা বেশ কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আবার হেজবোল্লার আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে তাঁদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগ, বৃহস্পতিবার সকালে ইজরায়েলি ট্যাংক থেকে মার্কাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী সেই অভিযোগ মানতে চায়নি। ইজরায়েল সরকারের তরফে বাসিন্দাদের লেবানন সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও।
হিন্দুস্থান সমাচার / সোনালি