(ফিরে দেখা) বিশিষ্টদের প্রয়াণ—বিশ্ব
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.): “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে ”। প্রতি বছরের মতো ’২৪-এও আমরা হারিয়েছি বিদেশের অনেককে। যাঁদের কয়েকজনের উল্লেখ রয়েছে এই লেখায়। কারও কারও মৃত্যু হয়েছে নাশকতায়- মারিও জাগালো- ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের অন্য
(ফিরে দেখা) বিশিষ্টদের প্রয়াণ—বিশ্ব


কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.): “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে ”। প্রতি বছরের মতো ’২৪-এও আমরা হারিয়েছি বিদেশের অনেককে। যাঁদের কয়েকজনের উল্লেখ রয়েছে এই লেখায়। কারও কারও মৃত্যু হয়েছে নাশকতায়-

মারিও জাগালো-

ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম। লেফ্ট উইঙ্গার মারিও জাগালো ব্রাজিলের খেলোয়াড় ও কোচ হিসেবে চারটি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৩১ সালে জন্ম এই ফুটবলার গত ৫ জানুয়ারি, ৯২ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

***

ফ্রানৎজ বেকেনবাওয়ার-

সাবেক পশ্চিম জার্মানির সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন। জার্মানির মিউনিখে ১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম। মৃত্যু ৭ জানুয়ারি, ৭৮ বছর বয়সে।

***

ইব্রাহিম রাইসি-

প্রাক্তন ইরানি প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত মে মাসে হেলিকপ্টার ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয়। ২০২১ সালের অগস্ট থেকে তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইরানে নারীবাদী মুক্তি আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা গ্রহণ করেছিলেন। ২২ বছরের মাহসা আমিনি হিজাব না পরার অভিযোগে দেশের নীতি পুলিশের হাতে নিহত হন। তারপর থেকে রাইসির নেতৃত্বে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী দমনমূলক ভূমিকায় নামে।

১৯ মে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জানা যায়, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল রাইসির। সেই কর্মসূচিই ভয়ংকর বিপদ ডেকে আনে। একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর-পশ্চিম ইরানের একটি পাহাড়ে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় ইজরায়েলের দিকে ষড়যন্ত্রের আঙুল ওঠে। কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় তেল আভিভ।

***

সেবাস্তিয়ান পিরেইরা-

চিলির দু’বারের প্রেসিডেন্ট। প্রথম দফায় ২০১০-২০১৪ এবং দ্বিতীয় দফায় ২০১৮-২০২২ সাল পর্যন্ত। সেবাস্তিয়ান গত ৬ ফেব্রুয়ারি মারা যান। ৭৬ বছর বয়সি কোটি কোটিপতি ব্যবসায়ী দক্ষিণ চিলিতে ছুটিতে কাটানোর সময় হেলিকপ্টার ভেঙে পড়ে মারা যান।

***

সরতাজ আজিজ-

প্রখ্যাত পাকিস্তানি অর্থনীতিবিদ ও পরিকল্পনাবিদ আজিজের জন্ম ৭ ফেব্রুয়ারি, ১৯২৯। মৃত্যু ২ জানুয়ারি। তিনি পাকিস্তানের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। পরে ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী ছিলেন। এবং নওয়াজ শরিফ জমানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও কাজ করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি হলেন প্রথম এবং প্রখ্যাত পাক রাজনীতিক যিনি স্বীকার করেছিলেন যে, পাকিস্তানের মাটিতে আফগান তালিবান নেতারা রসদ ও মদত পাচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ যে অভিযোগ নস্যাৎ করে যাচ্ছিল তাকে স্বীকার করে নেন তিনি।

***

ইসমাইল হানিয়ে-

হামাসের শীর্ষ এই নেতার মৃত্যু হয় ৬২ বছর বয়সে। ইজরায়েলের হিটলিস্টে থাকা এই নেতা গত ৩১ জুলাই ইরানে এক ইজরায়েলি বিমান হামলায় নিহত হন। প্যালেস্তিনীয় এই রাজনীতিকের জন্ম ১৯৬২ সালের ২৯ জানুয়ারি। হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান ছিলেন হানিয়ে। প্যালেস্তিনীয় ন্যাশনাল অথরিটির প্রাইম মিনিস্টার ছিলেন ২০০৬ সালের মার্চ থেকে ২০১৪-র জুন পর্যন্ত।

***

হাসান নাসারাল্লা-

৬৪ বছর বয়সে ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি হানায় নিহত হন। তাঁর জন্ম ১৯৬০ সালের ৩১ অগস্ট। হিজবুল্লা নেতা নাসারাল্লা লেবাননি জঙ্গি গোষ্ঠীকে আরব দুনিয়ার একটি শক্তিশালী জঙ্গি সংগঠনে পরিণত করেছিলেন।

***

লিয়াম পেয়েন-

লিয়াম জেমস পেয়েনের জন্ম ১৯৯৩ সালের ২৯ অগস্ট। মাত্র ৩১ বছর বয়সে ওয়ান ডিরেকশন-এর গায়ক গত ১৬ অক্টোবর একটি হোটেলের ব্যালকনি থেকে পড়ে মারা যান। ইংলিশ-আইরিশ পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের অন্যতম গায়ক লিয়ামের ব্যান্ড খুবই জনপ্রিয়তা পেয়েছিল অল্পদিনে।

***

আলবার্তো ফুজিমোরি-

পেরুর ৫৪-তম প্রেসিডেন্ট। ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। গত ১১ সেপ্টেম্বর ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। জাপানি বংশোদ্ভূত এই নেতা দীর্ঘকাল ক্যানসারে ভুগছিলেন।

***

জন প্রেসকট-

১৯৯৭-২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। গত ২০ নভেম্বর তাঁর মৃত্যু হয়। শ্রমিক সংগঠন নেতা প্রেসকট সংকটের সময়ে লেবার পার্টির ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন। ১৯৯৭ সালে ১৮ বছর ধরে বিরোধী বেঞ্চে বসা দলের ও টোনি ব্লেয়ারের অভূতপূর্ব জয়ের অন্যতম কারিগর ছিলেন।

***

এ এফ হাসান আরিফ-

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ৩০ ডিসেম্বর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

***

ডেরেক আন্ডারউড-

১৪ এপ্রিল প্রয়াত হন ইংল্যান্ডের এই প্রাক্তন স্পিনার (জন্ম: ৮ জুন, ১৯৪৫)। বয়স হয়েছিল ৭৯। টেস্ট ক্রিকেটে তিনিই ইংল্যান্ডের সফলতম বোলার। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্ট তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে দেয়। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ধীরগতিতে বামহাতে অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে দক্ষ ছিলেন ‘ডেডলি’ ডাকনামে পরিচিত আন্ডারউড। এছাড়াও তিনি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

***

অ্যালেক্সেই নাভালনি-

১৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পয়লা নম্বর ‘শত্রু’ অ্যালেক্সেই নাভালনির। রাশিয়ার ফেডারেল জেল বিবৃতি জারি করে জানায়, হাঁটতে বেরিয়েছিলেন নাভালনি। তখনই অসুস্থতা বোধ করেন রাশিয়ার বিরোধী নেতা। খানিকক্ষণের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। দ্রুত অ্যাম্বুল্যান্স টিম হাজির হয় ঘটনাস্থলে। সেই দলই তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই সরগরম হয়ে ওঠে রাশিয়ার রাজনীতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুনের অভিযোগ তোলে নাভালনির পরিবার।

***

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande