চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা, ২৬ ডিসেম্বর (হি. স.) : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। ৭৯ বছর বয়সি খালেদা ভুগছেন আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবিটিস সহ নানা শারীরিক জটিলতায়। অনেকদিন ধরেই দল ও পরিবারের তরফে তাঁকে
খালেদা জিয়া


ঢাকা, ২৬ ডিসেম্বর (হি. স.) : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। ৭৯ বছর বয়সি খালেদা ভুগছেন আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবিটিস সহ নানা শারীরিক জটিলতায়।

অনেকদিন ধরেই দল ও পরিবারের তরফে তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দাবি করা হচ্ছে। কিন্তু আইনি জটিলতার কথা বলেই বিগত আওয়ামি লিগ সরকার প্রতিবারই বিএনপির সেই দাবি নাকচ করে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন।

কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। পুত্রবধূ শর্মিলা রহমান, সাতজন চিকিৎসক, দু’জন ব্যক্তিগত সচিব, দু’জন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দু’জন বিএনপি নেতা সহ সফরসঙ্গী থাকছেন ১৫ জন। খালেদার সফরসঙ্গী চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা। আপাতত সেখানেই চলবে তাঁর চিকিৎসা। সফরের জন্য সকলের ভিসা সংক্রান্ত কাজ শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande