বাংলায় গত চার বছরে শিশুশ্রমের হার কমে শূন্যে নেমে এসেছে : বিধানসভায় শ্রমমন্ত্রী
কলকাতা, ২৯ নভেম্বর ( হি. স.) : বাংলায় গত চার বছরে শিশুশ্রমের হার কমতে কমতে এবছর শূন্যে নেমে এসেছে। শুক্রবার বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক পরিসংখ্যান দিয়ে এমনটাই জানালেন। তিনি জানান, এ রাজ্যে ২০২৪ সালে শিশু শ্রম শূন্যে নেমে এসেছে। রাজ্যে আর একজনও শি
বাংলায় গত চার বছরে শিশুশ্রমের হার কমে শূন্যে নেমে এসেছে  : বিধানসভায় শ্রমমন্ত্রী


কলকাতা, ২৯ নভেম্বর ( হি. স.) : বাংলায় গত চার বছরে শিশুশ্রমের হার কমতে কমতে এবছর শূন্যে নেমে এসেছে। শুক্রবার বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক পরিসংখ্যান দিয়ে এমনটাই জানালেন।

তিনি জানান, এ রাজ্যে ২০২৪ সালে শিশু শ্রম শূন্যে নেমে এসেছে। রাজ্যে আর একজনও শিশু শ্রমিক নেই। এ বিষয়ে অবশ্য তিনি স্পষ্ট করে দেন, কারা শিশু শ্রমিক আর কারা নয়। মলয় ঘটকের কথায়, যে শিশুরা অভিনয়ের সঙ্গে যুক্ত, তারা ‘শ্রমিক’ নয়। এছাড়া ছোটরা যদি পারিবারিক ব্যবসার সঙ্গে কোনওভাবে যুক্ত থাকে, তাহলে তাদেরও শ্রমিক বলা যায় না।

মলয় ঘটকের বক্তব্য, সবুজশ্রী, কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্প তো আছেই। তার উপর নিয়মিত মিড ডে মিল। এসবের সুবিধা পেয়ে এখন বহু দরিদ্র পরিবার সন্তানদের আর কাজে পাঠাচ্ছে না, স্কুলেই পাঠাচ্ছে।

এদিন পরিসংখ্যান দিয়ে মন্ত্রী আরও জানান, কেন্দ্র ২০২১ সালের মার্চ পর্যন্ত শিশু শ্রমিক রুখতে প্রকল্প চালিয়েছিল। কিন্তু তা বন্ধ করে দেয়। কেন্দ্রের আওতায় স্কিল ডেভেলপমেন্টের জন্য ২৯০ টি কেন্দ্র ছিল, তাতে ১১,১২১ শিশু শিক্ষা পেয়েছে। সে বছর ১৪ জন শিশুশ্রমিক ছিল। ২০২১এ ৬, ২০২২ সালে ৩ এবং ২০২৩ সালে মাত্র ১ জন শিশু শ্রমিক ছিল রাজ্যে। আর ২০২৪ সালে সেই সংখ্যা শূন্য। যা অত্যন্ত সুখবর। বিধানসভায় এসব তথ্য পরিসংখ্যান পেশ করে মন্ত্রী মলয় ঘটক বাকি মন্ত্রীদের কাছে আবেদন জানান, শিশু শ্রমের বিরুদ্ধে পথে নামতে হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande