দেরাদুন, ১১ জুলাই (হি.স.): শুক্রবার কুশিনগরের ভগবান সূর্যের প্রতিমার জলাভিষেকের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কলস যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
কুশিনগরে সূর্যের প্রতিমার জলাভিষেকের জন্য দেশ থেকে প্রায় ১৫১টি পবিত্র নদী থেকে জল সংগ্রহ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র নদীগুলি থেকে সংগ্রহ করা জল নিয়ে কলস যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
মহামণ্ডলেশ্বর শ্রী ডঃ স্বামী সন্তোষানন্দ দেব মহারাজ, পূর্বাঞ্চল মহোৎসব সমিতির সভাপতি বিনয় রায় এবং বাস সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া