হরিদ্বার, ১১ জুলাই (হি.স.): অবৈধভাবে ঠান্ডা পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা বিভাগ কারখানা সিল করে দিল। কোনও বৈধ খাদ্য লাইসেন্স ছাড়াই কারখানাটি চলছিল। স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষা করে কারখানায় ঠান্ডা পানীয় তৈরি করা হচ্ছিল বলে অভিযোগে জানা গিয়েছে।
অভিযানের সময় খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা কারখানা থেকে প্রায় ৫০ কেজি কার্বনেটেড জল, চিনি এবং ঠান্ডা পানীয়ের বোতলে লাগানোর জন্য ব্যবহৃত জাল লেবেল উদ্ধার করেছে। খাদ্য সুরক্ষা বিভাগ সমস্ত উপকরণ বাজেয়াপ্ত করেছে।
জেলা খাদ্য নিরাপত্তা আধিকারিক সঞ্জয় সিং, সিনিয়র খাদ্য নিরাপত্তা আধিকারিক দিলীপ জৈন এবং সিডকুল থানা এলাকার পুলিশের নেতৃত্বে এই এই অভিযান চালানো হয়। কারখানা সম্পর্কে এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও জেলা খাদ্য নিরাপত্তা দফতর তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া