হিমাচল প্রদেশে ধারালো অস্ত্রে খুন এক বৃদ্ধ, অভিযোগ
হামিরপুর, ১১ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের হামিরপুর জেলায় এক কারিগরের দেহ রক্তাক্ত অবস্তাতে পাওয়া গেছে। শুক্রবার সুমেরপুর শহরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সুমেরপুর শহরের ইমিলিয়া বড়া মহল্ল
হিমাচল প্রদেশে ধারালো অস্ত্রে খুন এক বৃদ্ধ, অভিযোগ


হামিরপুর, ১১ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের হামিরপুর জেলায় এক কারিগরের দেহ রক্তাক্ত অবস্তাতে পাওয়া গেছে। শুক্রবার সুমেরপুর শহরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

সুমেরপুর শহরের ইমিলিয়া বড়া মহল্লার বাসিন্দা রাম বিহারী (৬০)। বৃদ্ধ বাড়িতে একাই থাকতেন। তার পুরো পরিবার দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রাম বিহারী শহরের থানার পিছনে জুতোর কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার প্রতিবেশীরা রাম বিহারীকে বাড়ির বাইরে রক্তাক্ত অবস্তাতে পড়ে থাকতে দেখে।

এক পুলিশ আধিকারিক জানান, যে তদন্তের জন্য ঘটনাস্থলে ফিল্ড ইউনিট এবং ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে। রাম বিহারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মৃতের পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande