কুমোরটুলি ঘাট সংস্কারে যৌথ উদ্যোগ, কলকাতা বন্দর ও আদানি কর্তৃপক্ষ মৌ স্বাক্ষর
কলকাতা, ১১জুলাই (হি. স.) : উত্তর কলকাতার কুমোরটুলি ঘাট সংস্কারের সাহায্যে যৌথ উদ্যোগেই কাজ হবে।শুক্রবার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা ও আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরস্পর হাত মিলিয়েছে। উভয়েই একযোগে কাজ করবে। এই নিয়ে শুক্রবা
কুমোরটুলি ঘাট সংস্কারে যৌথ উদ্যোগে মৌ স্বাক্ষর


কলকাতা, ১১জুলাই (হি. স.) : উত্তর কলকাতার কুমোরটুলি ঘাট সংস্কারের সাহায্যে যৌথ উদ্যোগেই কাজ হবে।শুক্রবার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা ও আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরস্পর হাত মিলিয়েছে। উভয়েই একযোগে কাজ করবে। এই নিয়ে শুক্রবার সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ওই মৌ চুক্তি অনুযায়ী, পুনরায় উন্নয়ন, সংরক্ষণ ও সৌন্দর্যকরণের কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। ঐতিহাসিক ওই গঙ্গা সংলগ্ন ঘাটের ওই উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে, স্বচ্ছতা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন তা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমন ও আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবসা উন্নয়নের সভাপতি সুব্রত ত্রিপাঠী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande