আগরতলা, ১১ জুলাই (হি.স.) : সুস্থভাবে জীবন ধারণের জন্য পরিবেশের ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে বুলেট বাইকে সম্পূর্ণ ভারত যাত্রায় বেরিয়েছেন উত্তরপ্রদেশের মিরুট শহরের তাপসী উপাধ্যায়। ৯ মার্চ থেকে চার মাসে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয় পেরিয়ে ত্রিপুরায় এসে পৌঁছেছেন তিনি। তিনি জানান, স্বাস্থ্য ও পুষ্টি, পরিবেশ সুরক্ষা, প্রাণী কল্যাণ, নিরামিষাশীবাদ, যুব ও নারী ক্ষমতায়ন এই লক্ষ্যে তাঁর এই সম্পূর্ণ ভারত যাত্রা।
পরিবেশ সুরক্ষা সহ বিশ্বব্যাপী আরও কয়েকটি জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে সম্পূর্ণ ভারত যাত্রায় বেরিয়েছেন উত্তরপ্রদেশের মিরাট শহরের সমাজকর্মী তথা মিশন হেলদি ভারত নামক সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা তাপসী উপাধ্যায়। চলতি বছরের ৯ মার্চ মিরাট শহর থেকে বুলেট বাইকে করে সম্পূর্ণ ভারত অভিযানে বেরিয়েছেন তিনি। গত চার মাসে উত্তর প্রদেশ, বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয় হয়ে ত্রিপুরায় এসে পৌঁছেছেন তিনি।
শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিটেক পানি পুরিওয়ালী নামে সর্বাধিক পরিচিত তাপসী উপাধ্যায়।তিনি জানান, বর্তমানে সমগ্র বিশ্বে চারটি বিষয় জ্বলন্ত সমস্যার সৃষ্টি করেছে। এগুলি হল স্বাস্থ্য ও পুষ্টি, পরিবেশ সুরক্ষা, প্রাণী কল্যাণ এবং নিরামিষাশীবাদ এবং যুব ও নারীর ক্ষমতায়ন। এই সমস্যাগুলি নিয়ে দেশের যুবদের সচেতনতা তৈরির লক্ষেই তিনি এই সম্পূর্ণ ভারত যাত্রায় বেরিয়েছেন। দেশের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৪০ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে তাঁর এই সম্পূর্ণ ভারত যাত্রা।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সকলের সমর্থনে এই সম্পূর্ণ ভারত যাত্রা একটি সুস্থ টেকসই এবং করুণাময় ভারতের সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করে তুলবে। তিনি জানান, তাঁর এই যাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড ভ্যাগান ভিশন। রাজ্যে অবস্থানকালে বিভিন্ন জেলা এবং মহকুমায় যাবেন তিনি এবং সকলের মধ্যে বিষয়গুলি নিয়ে সচেতনতা সৃষ্টি করবেন।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দেশজুড়ে শীর্ষ রাজনৈতিক নেতা, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের কাছ থেকে এই সম্পূর্ণ ভারত যাত্রায় অবিশ্বাস্য সমর্থন পেয়েছেন তিনি। ত্রিপুরায় পৌঁছানোর পর রাজ্যের মন্ত্রী টিংকু রায় তাঁকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা, জেলা এবং প্রাক্তন রাজ্য সভাপতিও তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ