ফিরে দেখা ২০২৪: সিনার ও সাবালেঙ্কা উজ্জ্বল ছিলেন বছরভর 
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ বিশ্ব টেনিসের কোর্টে তারকাদের লড়াই ছিল তুমুল, আর তরুণ প্রতিভানদের উত্থান এবং নতুন রেকর্ডের ভাঙা-গড়ার মধ্য দিয়ে ভরপুর ছিল ফেলে আসা বছরটি। গ্র্যান্ড স্ল্যাম থেকে ডেভিস কাপ, অলিম্পিক সব জায়গাতেই টেনিস প্রেমীরা উপভোগ
ফিরে দেখা ২০২৪: অ্যাথলেটিক: সিনার ও সাবালেঙ্কা যেমন যেমন উজ্জ্বল ছিলেন, তেমনি কিংবদন্তিদের বিদায় হতাশ করেছে


কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ বিশ্ব টেনিসের কোর্টে তারকাদের লড়াই ছিল তুমুল, আর তরুণ প্রতিভানদের উত্থান এবং নতুন রেকর্ডের ভাঙা-গড়ার মধ্য দিয়ে ভরপুর ছিল ফেলে আসা বছরটি। গ্র্যান্ড স্ল্যাম থেকে ডেভিস কাপ, অলিম্পিক সব জায়গাতেই টেনিস প্রেমীরা উপভোগ করেছেন রোমাঞ্চ।

বছরটি সবচেয়ে ভালো কেটেছে দুই তারকা ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কার। এই দুই তারকা বছরটিতে শুধু রাজত্বই করেননি, দেখিয়েছেন প্রতিভার অসাধারণ ছাপ।

দুটি গ্র্যান্ড স্ল্যাম, এটিপি ফাইনালসহ আরও ৫টি শিরোপা নিজের নামের পাশে লিখিয়েছেন সিনার। বছরের মাঝামাঝি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠেছেন তিনি। মহিলাদের ভেতর প্রতিদ্বন্দ্বিতা তুমুল থাকলেও সেরা বছর কাটিয়েছেন সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থেকে বছর শুরু করে

সাবালেঙ্কা জিতেছেন ডব্লিউটি-এর বছরসেরা টেনিস তারকার স্বীকৃতি।

অস্ট্রেলিয়ান ওপেন :

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল জানুয়ারিতে। পুরুষ সিঙ্গেলসে দানিল মেদভেদেভকে হারিয়ে ইয়ানিক সিনার জিতেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। মহিলাদের বিভাগে আরিনা সাবালেঙ্কা তাঁর শিরোপা ধরে রাখেন ২০২৩ সালের মতো। এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামও জিততে হারিয়েছেন ঝেঙ্গ কিনওয়েনকে।

ফ্রেঞ্চ ওপেন :

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল চোটের জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেও নাদালের উত্তরসূরি কার্লোস আলকারাজ তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট জয় করেন। ফাইনালে তিনি হারান আলেক্সান্ডার ভেরেভকে। আর মহিলাদের বিভাগে ইগা সোয়ানতেক তাঁর ক্লে কোর্টের ধারাবাহিকতা ধরে রেখে জেসমিন পাওলিনিকে হারিয়ে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতেন।

উইম্বলডন :

গ্রাস কোর্টের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারাজের লড়াই ছিল বছরের অন্যতম হাইলাইটস। উত্তেজনাপূর্ণ এক ফাইনালে আলকারাজ জকোভিচকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনের মতো উইম্বলডনেও হেরে গেছেন জেসমিন পাওলিনির। তাঁকে হারিয়ে ২০২১ ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন বারবোরা ক্রেচিকোভা।

ইউএস ওপেন :

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসেয় এবারের আসরেও ছিল জমজমাট উত্তেজনা। মহিলাদের বিভাগে আরিনা সাবালেঙ্কা শিরোপা নির্ধারণী ম্যাচে হারান জেসিকা পেগুলাকে। আর ঘরের মাঠে মার্কিন তারকা টেইলর ফ্রিটজের স্বপ্নভঙ্গ করে ইয়ানিক সিনার জিতে নেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

অলিম্পিকে রোমাঞ্চ :

২০২৪ সালে গ্র্যান্ড ভাগ্য সুপ্রসন্ন না হলেও প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। দুর্দান্ত ফাইনালে কার্লোস আলকারাজকে ৭-৬, ৭-৬ ব্যবধানে হারান রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ। পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসের পাশে নাম নাম লিখিয়েছেন তিনি। ডাবলসে পুরুষদের বিভাগে অস্ট্রেলিয়া ও মহিলা বিভাগে ইতালি জেতে স্বর্ণপদক। আর মহিলাদের সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের দু:খ ভুলিয়ে অলিম্পিক স্বর্ণপদক জেতেন চীনের তারকা ঝেঙ্গকিনওয়েন।

ডেভিস কাপ:

ইতালির দল তাদের দুর্দান্ত ফর্ম দেখিয়ে শিরোপা জিতেছে। প্রতিযোগিতায় ইয়ানিক সিনার নিজেকে প্রমাণ করেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে। মহিলাদের বিলি জিন কিং কাপের শিরোপাও নিজেদের করে নিয়েছে ইতালি।

বিদায় ঘন্টাও বেজেছে ফেলে আসা বছরটাতে: কোটি কোটি সমর্থকদের হতাশ করে কিংবদন্তি রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে প্রিয় টেনিস কোর্ট থেকে অবসর নিয়েছেন। ২০২৪ সালে যেমন টেনিসে তরুণ প্রতিভাদের উত্থান, কিংবদন্তিদের বিদায়ে স্মরণীয় হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande