উত্থান-পতনের পরে স্থির সোনা-রুপো, বাজারে শান্তি
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে মঙ্গলবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি। একটানা কয়েক দিনের দামের পতনের পরে মঙ্গ
উত্থান-পতনের পরে স্থির সোনা-রুপো, বাজারে শান্তি


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে মঙ্গলবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি।

একটানা কয়েক দিনের দামের পতনের পরে মঙ্গলবার দেশজুড়ে সোনার বাজারে দেখা গেল স্থিতাবস্থা। কলকাতা থেকে দিল্লি, মুম্বই থেকে চেন্নাই প্রায় প্রতিটি শহরের সোনার ও রুপোর দামে মঙ্গলবার কোনও পরিবর্তন হয়নি।

মঙ্গলবার দেশের অধিকাংশ সোনার বাজারে ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৯৭,৪১০ টাকা থেকে ৯৭,৫৬০ টাকা প্রতি ১০ গ্রামের মধ্যে। আর ২২ ক্যারেট সোনার দাম ছিল ৮৯,২৯০ টাকা থেকে ৮৯,৪৪০ টাকা পর্যন্ত। রুপোর বাজারেও আজ স্থিরতা—দিল্লি সহ বিভিন্ন শহরে রূপোর দাম রয়েছে ১,০৭,৭০০ টাকা প্রতি কেজির স্তরে।

শহরভিত্তিক সোনার দর (প্রতি ১০ গ্রাম):

দিল্লি: ২৪ ক্যারেট – ৯৭,৫৬০ টাকা, ২২ ক্যারেট – ৮৯,৪৪০ টাকা

চেন্নাই ও কলকাতা: ২৪ ক্যারেট – ৯৭,৪১০ টাকা,২২ ক্যারেট – ৮৯,২৯০ টাকা

মুম্বই: ২৪ ক্যারেট – ৯৭,৪১০ টাকা, ২২ ক্যারেট – ৮৯,২৯০ টাকা

আহমেদাবাদ: ২৪ ক্যারেট – ৯৭,৪৬০ টাকা,২২ ক্যারেট – ৮৯,৩৪০ টাকা

চেন্নাই ও কলকাতা: ২৪ ক্যারেট – ৯৭,৪১০ টাকা,২২ ক্যারেট – ৮৯,২৯০ টাকা

লখনউ ও জয়পুর: ২৪ ক্যারেট – ৯৭,৫৬০ টাকা, ২২ ক্যারেট – ৮৯,৪৪০ টাকা

পটনা: ২৪ ক্যারেট – ৯৭,৪৬০ টাকা,২২ ক্যারেট – ৮৯,৩৪০ টাকা

দক্ষিণ ভারতের বাজারে একই রকম—বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং ভুবনেশ্বরেও মঙ্গলবার ২৪ ক্যারেট সোনা ৯৭,৪১০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ৮৯,২৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক মন্দা ও বিনিয়োগকারীদের অপেক্ষা-করণ মনোভাবই এই স্থিরতা ও নিরুত্তাপ বাজারের কারণ। তবে আগামী দিনে ফেড রিজার্ভের সিদ্ধান্ত, আমেরিকার মুদ্রানীতির দিকনির্দেশ ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির উপরই নির্ভর করবে মূল্যচক্রের ভবিষ্যৎ গতিপথ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande