সোমবার সোনা ও রুপোর দামে পতন
কলকাতা, ৩০ জুন (হি.স.): এ বছরই সোনার দাম লক্ষ টাকার গণ্ডি পার করেছিল। তার পর থেকে সোনার দামে উত্থান ও পতন বজায় রয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হতেই সোনার দাম লাফিয়ে বাড়তে শুরু করেছিল। এর জেরে পাকা সোনার দাম ফের এক বার পৌঁছেছিল
Gold Silver


কলকাতা, ৩০ জুন (হি.স.): এ বছরই সোনার দাম লক্ষ টাকার গণ্ডি পার করেছিল। তার পর থেকে সোনার দামে উত্থান ও পতন বজায় রয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হতেই সোনার দাম লাফিয়ে বাড়তে শুরু করেছিল। এর জেরে পাকা সোনার দাম ফের এক বার পৌঁছেছিল লক্ষ টাকার দোরগোড়ায়। যদিও ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর দেশের শেয়ার বাজার যেমন চাঙ্গা হয়েছে, তেমনই সোনার দামও অনেকটা কমেছে। গত এক সপ্তাহে ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার দাম কর বাদে কমেছে প্রায় তিন হাজার টাকা। তবে রুপোর দাম এক সপ্তাহ কমেছে সামান্যই।

সোমবার, ভারতীয় বাজারে সোনার এবং রুপোর দাম অব্যাহতভাবে পতন হয়েছে। বিশেষত, মুম্বইয়ে সোনার দাম ২২ ক্যারেটের জন্য প্রতি ১০ গ্রাম ৮৯,২৯০ টাকা এবং ২৪ ক্যারেটের জন্য ৯৭,৪১০ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। অন্যদিকে, রৌপ্য প্রতি কেজি ১,০৭,৭০০ টাকায় ট্রেড করছে।

সোমবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৯৫ হাজার ৯০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৯৬ হাজার ৪০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৯১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ১ লক্ষ ৬ হাজার ২৫০ টাকা (প্রতি কেজি)

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande