চেন্নাই ,২৩ জুন (হি.স.) : নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (এনওয়াই আইএফএফ ) ২০২৫ এর সেরা চলচ্চিত্রের শিরোপা জিতে নিল তামিল ছবি অঙ্গাম্মল। সোমবার এই পুরস্কার জেতার পর ছবির নির্মাতা এবং কলাকুশলীরা তাদের সমাজমাধ্যম পোস্টে দর্শকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। অসাধারণ গল্পের বাঁধন এবং বর্ণময় চরিত্রদের সম্ভার দর্শক এবং বিচারকদের নজর কেড়েছে।
প্রসঙ্গত , নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (এনওয়াই আইএফএফ ) ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনের অন্যতম পীঠস্থান। অঙ্গাম্মাল-এর সাফল্যের সঙ্গে তামিল ছবি আন্তর্জাতিকভাবে যে ছাপ রেখেছে তা প্রত্যক্ষভাবে ভারতীয় চলচ্চিত্রকে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছানোর পথ প্রশস্ত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক