কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): ধর্নার সময়সীমা আরও বৃদ্ধি করার দাবি জানিয়ে বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁরা। সেই মামলার শুনানিতে চিকিৎসদের কড়া আক্রমণ করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আর জি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে গত ২০ ডিসেম্বর থেকে ধর্মতলায় ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সেই ধর্নার মেয়াদ বাড়ানোর আইনি অনুমতি পেতেই আদালতের দ্বারস্থ হন চিকিৎসকরা।
চিকিৎসক সংগঠনের ধর্নার মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্য সরকারের তরফে। আদালত দাবি করা হয়েছে, প্রতিবাদী ডাক্তারদের নিজেদের প্রচার ছাড়া আর কোনও উদ্দেশ্য নেই। একই সঙ্গে তাঁরা কৌশলে আদালতের শর্ত অমান্য করছে।
রাজ্যেও এও অভিযোগ, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা থাকায় চিকিৎসকরা উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে। নাম না করে প্রতিবাদী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দকেও নিশানা করা হয়।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত