জম্মু, ২৬ ডিসেম্বর (হি.স.): অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে মাদক পাচার রুখতে অভিযান চালানো হলো উপত্যকায়। জম্মু পুলিশ বাসস্ট্যান্ড থানার বিসি রোড থেকে লক্ষাধিক টাকার মাদক সহ মাদক পাচারকারী ইয়াকুব আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে উদ্ধার করা হয়েছে ৪০৮ গ্রাম হেরোইন।
জানা যাচ্ছে, নাকা তল্লাশির সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই মাদক পাচারকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ