উত্তর ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর (হি.স.): দু’দিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে যশোর রোড। বারাসতের কাজিপাড়ার ১ নম্বর রেলগেটে রেললাইন পরিবর্তন করার কাজের জন্যই ১১২ (পুরনো ৩৫) নম্বর জাতীয় সড়ক বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে বারাসত পুলিশ জেলার চাঁপাডালি ট্র্যাফিক গার্ড।
ট্র্যাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর অর্থাৎ শনি ও রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যশোর রোড বন্ধ রাখা হবে। কাজিপাড়ায় যে রেললাইন পাতা রয়েছে, তা তুলে নতুন রেললাইন পাতা হবে। এ নিয়ে রেল কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে কথা বলে। তার পরেই যশোর রোডে যানচলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়কপথে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের অধিকাংশই হয়ে থাকে এই বন্দর দিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে পণ্য আসে। আর অধিকাংশ পণ্যবোঝাই গাড়িই আসে রাতের দিকে। সেই সময় যশোর রোড বন্ধ থাকলে সেগুলি ভোগান্তির মুখে পড়তে পারে।
যশোর রোড একটি আন্তর্জাতিক সড়ক, যা এ দেশের সঙ্গে বাংলাদেশকে সড়কপথে যুক্ত করেছে। কলকাতা থেকে পেট্রাপোল চেকপোস্টের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। পেট্রাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত