কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালে একটি ভবনের আট তলায় একটি ঘর তদন্তের স্বার্থে সেপ্টেম্বর মাসে সিল করেছিল সিবিআই। কিন্তু বৃহস্পতিবার সকালে ওটি কমপ্লেক্সের সেই ঘরের সিল ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ওই রুমে তালা দিয়ে তার উপর ‘গালা সিল’ সাঁটানো ছিল।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের বিভিন্ন ঘর রয়েছে তদন্তকারীদের নজরে। বৃহস্পতিবার সকালে দেখা যায় রুমে তালা দেওয়া থাকলেও তার উপর লাগানো সিলটি ছেঁড়া। এর পরেই প্রশ্ন উঠছে, কেউ কি ওই কক্ষটি খোলার চেষ্টা করেছিল? ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়।
আর জি কর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভের সুর শোনা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে ‘জুনিয়র ডক্টর্স ফোরাম’-এর পক্ষ থেকে অনিকেত মাহাতো বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আগে এই নিয়ে কথা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, সমস্ত জায়গা থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) না পাওয়া পর্যন্ত এই সিল খোলা হবে না। কী ভাবে এটা হলো, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত