ফিরে দেখা ২০২৪ : রাজ্যস্তরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই ২০২৫ সালকে নতুন করে বরণ করে নেবে ভারত তথা গোটা বিশ্ব। ২০২৪ যেন ঘটনার ঘনঘটা। সন্দেশখালি থেকে আর জি কর বিতর্ক অব্যাহত বর্ষশেষেও। নিষ্পত্তি না হওয়া এমন বহু ঘটনাক
ফিরে দেখা ২০২৪


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই ২০২৫ সালকে নতুন করে বরণ করে নেবে ভারত তথা গোটা বিশ্ব। ২০২৪ যেন ঘটনার ঘনঘটা। সন্দেশখালি থেকে আর জি কর বিতর্ক অব্যাহত বর্ষশেষেও। নিষ্পত্তি না হওয়া এমন বহু ঘটনাকে সঙ্গে নিয়েই স্বাগত জানাতে হবে ২০২৫ সালকে। তার আগে ফিরে দেখে যাক ২০২৪ সালে কী কী ছিল গুরুত্বপূর্ণ ঘটনাবলী।

প্রতিটি মাস অনুযায়ী রাজ্যস্তরে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

জানুয়ারি

৫ জানুয়ারি– তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডির আধিকারিকরা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

৩০ জানুয়ারি– বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরলো প্রাথমিক মামলা। শিক্ষা মামলা থেকে সরলেন বিচারপতি সেনও।

৩১ জানুয়ারি– দীর্ঘ বিতর্কের পর জমি মামলায় জয়ী অমর্ত্য সেন।

ফেব্রুয়ারি

৬ ফেব্রুয়ারি– অনশনে ইতি প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। প্রকাশ নামের প্যানেল, শুরু হল নিয়োগপত্র দেওয়া।

১০ ফেব্রুয়ারি– অগ্নিগর্ভ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট। সাসপেন্ড শাহজাহান-অনুগামী উত্তম। রাজভবনে শুভেন্দুরা, রিপোর্ট তলব রাজ্যপালের।

১৩ ফেব্রুয়ারি– বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র বসিরহাট। লাঠিচার্জ পুলিশের, ছোঁড়া হল কাঁদানে গ্যাসও।

১৭ ফেব্রুয়ারি– সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সত্যি, মানল পুলিশ। গ্রেফতার শিবু হাজরা।

২০ ফেব্রুয়ারি– প্রয়াত স্বর্ণযুগের সঙ্গীত পরিচালক অসীমা মুখোপাধ্যায়। বাংলা সুরের জগৎ হারাল কালজয়ী শিল্পীকে।

মার্চ

৫ মার্চ– আচমকাই অবসরের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিজের অধীনে সব মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

৬ মার্চ– মহানগরীতে দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেলপথের সূচনা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২৩ মার্চ– প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। শোকস্তব্ধ টলিউড

৩১ মার্চ– কালবৈশাখী তান্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি। মৃত ৪, জখম শতাধিক।

এপ্রিল

৬ এপ্রিল– ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা।

১১ এপ্রিল– বাংলার মুকুটে নয়া পালক। ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, নয়া শিরোপা খড়গপুর আইআইটি-রও।

২২ এপ্রিল– রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল

জুন

১৭ জুন– ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনায় ১১ জন নিহত হন

জুলাই

৩০ জুলাই– গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।

আগস্ট

৮ আগস্ট– পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দু'কামরার ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

৯ আগস্ট– আর জি কর হাসপাতালের কনফারেন্স রুমে পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় দেশ।

সেপ্টেম্বর

৪ সেপ্টেম্বর– আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার হন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগেই হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।

১০ সেপ্টেম্বর– ১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল

২০ সেপ্টেম্বর– জামিন পান অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে মুক্তি পান বীরভূমের তৃণমূল নেতার

অক্টোবর

৫ অক্টোবর– গরুপাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন।

নভেম্বর

২৫ নভেম্বর– জামিন পান পার্থ-বান্ধবী অর্পিতা। ইডির বিশেষ আদালতে জামিন পান পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়।

ডিসেম্বর

৫ ডিসেম্বর– আমডাঙার উলুডাঙায় জাতীয় সড়কের ধারে একটি গ্যাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে

১৭ ডিসেম্বর– প্রাথমিক দুর্নীতি মামলায় জেল থেকেই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে সিবিআই।

২০ ডিসেম্বর– প্রয়াত জনপ্রিয় পরিচালক রাজা মিত্র।

২৪ ডিসেম্বর নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন খারিজ পার্থ-সহ ৫ জনের।

২৪ ডিসেম্বর অভয়ার সুবিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের সিজিও অভিযান। দফতরে তালা ঝোলালেন আন্দোনকারীরা, পুলিশ তালা খুলতেই বচসা। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande