ফিরে দেখা ২০২৪, বিষয় : বিশিষ্টজনের জীবনাবসান
ফিরে দেখা ২০২৪, বিষয় : বিশিষ্টজনের জীবনাবসান
প্রতীকী ১


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে চলে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জীবনাবসান সম্পর্কিত খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে জাপানিজ এনসেফেলাইটিস-সদৃশ রোগে আক্ৰান্ত হয়ে আইনের পঞ্চম ষাণ্মাষিকের ছাত্ৰী সুস্মিতা হাজরিকার মৃত্যু। তিনি মঙ্গলদৈয়ের আরেঙ এলাকার বাসিন্দা ছিলেন।

গুয়াহাটি, ৯ জানুয়ারি (হি.স.) : প্রয়াত যশস্বী অসমিয়া সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রী, সুরকার, গীতিকার, শব্দযন্ত্রী ভূপেন উজির। অসমিয়া সংগীত জগতের অন্যতম নক্ষত্ৰ ভূপেন উজির।

আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা কেশব মজুমদারের জীবনাবসান। এদিন ভোর পাঁচটায় প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্ৰয়াত ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র ‘জাগরণ’-এর সম্পাদক তথা প্রবীণ সাংবাদিক পরিতোষ বিশ্বাস। এদিন সকালে রাজধানী আগরতলা শহরে লক্ষ্মীনারায়ণবাড়ি রোডে অবস্থিত নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদরোগ এবং লিভার-সমস্যায় আক্রান্ত ছিলেন।

পাথারকান্দি (অসম), ৮ মার্চ (হি.স.) : প্রয়াত পাথারকান্দির বাসিন্দা বিশিষ্ট নাট্যকর্মী, নারীনেত্রী গীতা দাস। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ইটানগর, ৯ মাৰ্চ (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়ক ফসুম খিমহুন। এদিন সকালে ইটানগরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বিধায়ক ফসুমের বয়স হয়েছিল ৬৩ বছর। রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তান সমেত তাঁর বহু গুণমুগ্ধকে।

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : প্রয়াত কুসংস্কারের বিরুদ্ধে লড়াকু সত্ত্বা, সমাজ-সংস্কারক পদ্মশ্রী ভূষিত (ড.) বিরুবালা রাভা। এদিন সকাল ৯:২৩ মিনিটে গুয়াহাটির স্টেট ক্যানসার ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালাজাদু ও ডাইনি সন্দেহে হত্যার বিরুদ্ধে নিরলস সংগ্ৰামী মানবাধিকার কর্মী বিরুবালা। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : প্রয়াত তেজপুরের (অসম) প্ৰাক্তন সাংসদ, অবসরপ্ৰাপ্ত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের আধিকারিক ঈশ্বরপ্ৰসন্ন হাজরিকা। এদিন সকাল ৯:৩০ মিনিটে নয়াদিল্লির ফোর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি রেখে গেছেন পত্নী ছায়া হাজরিকা সহ দুই ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয় পরিজন।

গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : চলে গেলেন অসমের প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী, তথা রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদের প্রাক্তন সভাপতি থানেশ্বর বড়ো। এদিন সকাল ৭.০৮ মিনিটে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রঙিয়ার তিনবারের বিধায়ক থানেশ্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রেখে গেছেন একমাত্র কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ।

শিলচর (অসম), ২৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত বরাক উপত্যকার বিশিষ্ট কবি-সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য। এদিন ভোর পাঁচটায় শিলচর শহরের হাসপাতাল রোডের অরুণকুমার চন্দ লেনের ভাড়াটে বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গেছেন স্ত্রী শিখা ভট্টাচার্য, একমাত্র কন্যা শিল্পী ভট্টাচার্য, নাতনি সৃষ্টি কুমার, জামাতা সহ বহু আত্মীয়-স্বজন, সহকর্মী, বুদ্ধিজীবী এবং শুভাকাঙ্ক্ষীদের।

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত প্রথিতযশা অসমিয়া 'গণশিল্পী' সূৰ্য দাস। এদিন সকাল প্ৰায় আটটা নাগাদ মরিগাঁও অসামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসমিয়া সংগীত জগতের বিশিষ্ট শিল্পী সূর্য দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : চলে গেছেন প্রখ্যাত অসমিয়া চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ভাস্করজ্যোতি দাস। মাত্র ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাস্করজ্যোতি। বহুদিন ধরে দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande