গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে রেল বিষয়ক তিনটি উল্লেখযোগ্য খবর তুলে ধরেছে হিন্দুস্থান সমাচার ...
আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স) : এদিন সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে আগরতলা-দেওঘর এলএইচবি রেক সংযোজিত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
গুয়াহাটি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ৭ ফেব্রুয়ারি থেকে প্রায় ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের জিরিবাম এবং খংসাং-এর মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া রেলমন্ত্রক তীর্থযাত্রার সুবিধার্থে ৭ ফেব্রুয়ারি থেকে মণিপুরের মানুষকে অযোধ্যার সঙ্গে সংযুক্ত করতে বিশেষ ট্ৰেন চালু করেছে।
সাব্রুম (ত্রিপুরা), ১৮ জুন (হি.স.) : ১৪০ জন যাত্রী নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে যাত্ৰা শুরু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের৷
(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস