গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : চলে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ কয়েকটি ক্রীড়া-বিষয়ক খবর তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...
ভুবনেশ্বর, ৫ জানুয়রি (হি.স.) : আট বছরের বিরতির পর ত্রিপুরা-কন্যা অলিম্পিয়ান দীপা কর্মকারের জাতীয় জিমন্যাস্টিক অঙ্গনে বিজয়ী হয়ে প্রত্যাবর্তন৷ ভুবনেশ্বরে আয়োজিত সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন দীপা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে মহিলাদের প্রতিযোগিতায় অল-রাউন্ডে একটি স্বর্ণ, ভল্টে একটি রৌপ্য এবং আনইভেন বারে আরেকটি রৌপ্য জিতেছেন।
তুরা (মেঘালয়), ১৫ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে উদ্বোধিত মেঘালয়ের তুরায় অবস্থিত পিএ সাংমা স্টেডিয়ামে পঞ্চম মেঘালয় গেমস। গেমস চলেছে ২০ জানুয়ারি পর্যন্ত।
ডিফু (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের অন্তৰ্গত ডিফুর তারালাংসোতে ৫০-তম কারবি যুব উৎসবে অংশগ্রহণ রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মুর।
ইটানগর (অরুণাচল প্ৰদেশ), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : রোমাঞ্চকর কায়াক ক্ৰীড়ায় ভারত জুড়ে স্বীকৃতি পেলেন অরুণাচল প্ৰদেশের প্রথম মহিলা দেবী দাদা।
গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগসিং ঠাকুর, অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গারলোসা প্ৰমুখ বহু দিগগজ ব্যক্তিত্ব ও অসংখ্য ক্রীড়াপ্রেমী জনতা, মায় ২১৫-এর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪,৫০০ জন নানা ইভেন্টের খেলোয়াড়ের উপস্থিতিতে এদিন সন্ধ্যা ছয়টায় সরুসজাই প্রকল্পের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে 'চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-২০২৩ অষ্টলক্ষ্মী সংস্করণ'-এর জমকালো উদ্বোধন।
গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : অনুষ্ঠিত আইপিএল-এর ম্যাচ। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর বর্ষাপাড়া স্টেডিয়ামে তারকাখচিত রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ উপভোগ করেছেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি জয় শাহ।
গুয়াহাটি, ২০ মে (হি.স.) : ভারতের ১০ বছরের খরা কাটিয়ে কিয়োরুগিতে অনুষ্ঠিত এশিয়ান টায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় অসম-কন্যা রুদালি বরুয়ার।
আগরতলা, ২৬ মে (হি.স.) : উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ সোনা জয় ত্রিপুরা-কন্যা দীপা কর্মকারের।
কোকরাঝাড় (অসম), ৩০ জুলাই (হি.স.) : বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে এদিন কোকরাঝাড়ে অবস্থিত ‘স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ (সাই) স্টেডিয়ামে ভুটানের প্রাক্তন প্ৰধানমন্ত্ৰী লোটে সিরিং এবং মিজোরামের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী লালনহিংলোভা মারের হাতে ১৩৩-তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ-২০২৪ কোকরাঝাড় চ্যাপ্টারের উদ্বোধন।
শিলং (মেঘালয়), ১৭ আগস্ট (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলঙে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ তাওয়াং ম্যারাথন প্রমো। ভারতীয় সেনাবাহিনী এবং অরুণাচল প্রদেশ সরকার কর্তৃক যৌথভাবে আয়োজিত তাওয়াং ম্যারাথনে অরুণাচল প্রদেশের সৌন্দর্য অনুভব করতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের দৌড়বিদগণ একত্রিত হয়েছেন।
গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : প্যারিস প্যারালিম্পিকে ব্রোঞ্জজয়ী নাগাল্যান্ডের হোকাতো হোতোজে সেমাকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর।
ইটানগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : চিনের ম্যাকাওয়ে অনুষ্ঠিত দশম এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপের দাওশু (উশু) ইভেন্টে ষষ্ঠ স্থান দখল অরুণাচল প্রদেশের নেইমান ওয়াংসুর। ও
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : অবসর ঘোষণা তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারের।
(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস