ফিরে দেখা ২০২৪, বিষয় : বন্যপ্রাণীর মৃত্যু ও তাদের হামলায় হত নাগরিককুল
ফিরে দেখা ২০২৪, বিষয় : বন্যপ্রাণীর মৃত্যু ও তাদের হামলায় হত নাগরিককুল
প্রতীকী ১


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : বিষয় : বন্যপ্রাণীর মৃত্যু ও তাদের হামলায় হত নাগরিককুল

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া জেলার একবলবলা ফফঙ্গা গ্রামে বুনোহাতির হামলায় জনৈক শ্যামজিৎ মোমিনের মর্মান্তিক মৃত্যু। একইভাবে বুনো হাতির হামলায় কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকোর বড়খাল গ্রামেৰ কমলেশ্বর বড়ো (৫৫) নামের আরেক ব্যক্তি নিহত। একই গ্রামের অন্য এক ব্যক্তি অমল রাভা (৪০) দামালদের আক্রমণে আহত হয়েছেন।

যোরহাট (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : যোরহাট জেলাৰ অন্তৰ্গত গিবন বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে ডাউন বিবেক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু একটি হাতির।

আইজল, ১ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলায় ৬৮.৪০ লক্ষ টাকার ৪৯টি বিদেশি পাখি ও প্রাণী উদ্ধার করেছে রাজ্য পুলিশ, বন দফতর এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী। বনজ সম্পদ পাচারের অভিযোগে গ্রেফতার তুইপাং সিহা জেলার বাসিন্দা ভাচোনিয়া, আইজলের ভ্যানলালথলানা এবং জেমাবাওক নামের তিনজন।

তেজপুর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলিতে বুনো হাতির আক্রমণে দুই বনরক্ষী এবং সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুই বনরক্ষী যথাক্রমে কুলেশ্বর বড়ো ও বীরেন রাভা এবং স্থানীয় বাসিন্দা যতীন তাঁতি।

গোয়ালপাড়া (অসম) ৯ ডিসেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার নারায়ণপাড়ায় বুনো হাতির আক্রমণে একই পরিবারের দুই সদস্য রঞ্জন রায় এবং রূপালি রায় নিহত।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande