ফিরে দেখা ২০২৪, বিষয় : রাজনৈতিক বিষয়ক
ফিরে দেখা ২০২৪, বিষয় : রাজনৈতিক বিষয়ক
প্রতীকী ১


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে রাজনীতি বিষয়ক কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

হাফলং (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : ৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি ২৮-এর মধ্যে ২৫টি আসনে জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠাতা অর্জন করে ফের ক্ষমতায় এসেছে।

গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সাধারণ সম্পাদক তথা প্রধান মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য।

ইমফল, ১৪ জানুয়ারি (হি.স.) : দলের কেন্দ্রীয় এবং প্রদেশ নেতা ও কর্মীদের উপস্থিতিতে মণিপুরের থউবাল জেলার অন্তর্গত খংজামে বেসরকারি ময়দান থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধী এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

গুয়াহাটি, ২৭ জানুয়ারি (হি.স.) : দল থেকে ইস্তফা প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিস্মিতা গগৈয়ের।

গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অসম প্রদেশ কংগ্রেস কমিটি-র কার্যনির্বাহী সভাপতি পদে ইস্তফা।

গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ উত্তরপূর্বের সাত রাজ্য যথাক্রমে অসমের পাঁচ, অরুণাচল প্রদেশের দুই, মণিপুরের দুই, মেঘালয়ের দুই, মিজোরামের এক, নাগাল্যান্ডের এক, ত্রিপুরার দুই এবং সিকিমে।

গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : অসমে দ্বিতীয় তথা শেষ দফায় পাঁচ আসনে ভোটগ্ৰহণ।

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : জাতীয় কংগ্রেসে যোগদান ‘অসম তৃণমূল কংগ্রেস’ (টিএমসি)-এর সভাপতি রিপুন বরার।

গুয়াহাটি, ২৪ নভেম্বর (হি.স.) : দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ছয় বছরের জন্য ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর।

গুয়াহাটি, ২ ডিসেম্বর (হি.স.) : দলবিরোধী (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট, এআইইউডিএফ) কার্যকলাপে জড়িত অভিযোগে আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী ছয় বছরের জন্য বহিষ্কৃত।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande