ফিরে দেখা ২০২৪ : দেশের অন্যতম আলোচিত ৫ সিনেমা 
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে চলল, থেকে গেল বহু স্মৃতি। কিছু স্মৃতি ও প্রাপ্তি এমনও থাকে যে কারণে চিরকাল স্মরণীয় হয়ে থাকে কোনও একটি বছর। ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই ২০২৫ সালকে নতুন করে বরণ করে
ফিরে দেখা ২০২৪


কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে চলল, থেকে গেল বহু স্মৃতি। কিছু স্মৃতি ও প্রাপ্তি এমনও থাকে যে কারণে চিরকাল স্মরণীয় হয়ে থাকে কোনও একটি বছর। ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই ২০২৫ সালকে নতুন করে বরণ করে নেবে ভারত তথা গোটা বিশ্ব। প্রতিবছরের মতো এবছরও অনেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে ভারতে। তার মধ্যে বেশ কয়েকটি সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে। সেরকম ৫টি সিনেমা :

কল্কি ২৮৯৮ এডি : তথাকথিত অমর ‘অশ্বত্থামা’-ই দেশের সবচেয়ে ব্যয়বহুল ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির অন্যতম প্রধান চরিত্র। মহাভারতের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনি শুরু হয়ে ছবি চলে যায় ২৮৯৮ খ্রিস্টাব্দে। তেলুগু ছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায়৷

দেবারা পার্ট ১ : তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে 'দেবারা পার্ট: ১' ৷ কোরাতালা শিবা পরিচালিত এই ছবিতে ঝড় তুলেছেন জুনিয়র এনটিআর৷ উল্লেখ্য, এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে প্রথমবার তেলুগু ছবিতে হাতেখড়ি হয়েছে জাহ্নবী কাপুরের৷ পাশাপাশি নজর কেড়েছেন সইফ আলি খানও ৷

স্ত্রী ২ : ‘স্ত্রী’-এর সিক্যুয়াল এটি। প্রথমটির মতো এটিও বক্স অফিসে দারুণ সফল। ভৌতিক গল্পে কমেডির মিশ্রন, দারুণ এক হরর-কমেডি কম্বো উপহার দিতে পেরেছেন নির্মাতা।

পুষ্পা ২: দ্য রুল : বছরের অন্যতম সফল ভারতীয় সিনেমার তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ আছে ওপরের দিকে। ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙেছে এটি।

দ্য গ্রেটেস্ট অব অল টাইম : ভেঙ্কট প্রভুর পরিচালনায় নির্মিত ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি মুক্তি পায়। থালাপতি বিজয় এনেছেন বক্স অফিসে ধামাকা। ছবিতে বিজয়কে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রশান্ত, প্রভু দেবা, মোহন, জয়রাম, স্নেহা, লায়লা, অজমেল আমির, মীনাক্ষী চৌধুরী-সহ আরও অনেককে৷

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande