কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : গড়ফা থানার পূর্বাচলে বহুতলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তিকে। এই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, মৃত বছর আটান্নর সুতীর্থ ঘোষ। গড়িয়াহাটের খান রোডের বাসিন্দা তিনি। পেশায় বিমা এজেন্ট। সোমবার গড়ফা থানার পূর্বাচলে বহুতলের নিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। সেই সময় গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়ফা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি