গ্রামবাসীদের উদ্যোগে প্রাণে রক্ষা পেল বিশালাকার তিমি
কাকদ্বীপ, ২ জানুয়ারি (হি.স.) : বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মিলেছিল এক বিশাল আকৃতির তিমি মাছের। বৃহস্পতিবার দুপুরে ফের কাকদ্বীপের হুগলি নদীর তীরে তিমিটিকে দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা। ওইদিন সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়া
গ্রামবাসীদের উদ্যোগে প্রাণে রক্ষা পেল বিশালাকার তিমি


কাকদ্বীপ, ২ জানুয়ারি (হি.স.) : বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মিলেছিল এক বিশাল আকৃতির তিমি মাছের। বৃহস্পতিবার দুপুরে ফের কাকদ্বীপের হুগলি নদীর তীরে তিমিটিকে দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা। ওইদিন সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় তিমিটি দেখতে পাওয়া যায়। এরপরই গ্রামবাসীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। প্রচুর গ্রামবাসী তা দেখার জন্য ওই চড়ায় এসে ভিড় জমান। পরে প্রায় ১৫ জন মিলে তিমিটিকে নদীর দিকে নিয়ে যায়। গায়ে জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায়।

প্রায় ২০ ফুটের তিমি অতীতে কখনও এই এলাকায় দেখা যায়নি। মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি এলো কোথা থেকে তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকি এই নদীতে এত বড় তিমি দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীদের অনুমান তিমিটি অসুস্থ রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার দুপুরে ফের কাকদ্বীপের হুগলি নদীর তীরে তিমিটিকে দেখতে পায় স্থানীয় মৎস্যজীবীরা। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬ নম্বর লক্ষীপুর এলাকার মৎস্যজীবীরা প্রথম দেখতে পায় বিশাল আকৃতির তিমিটি। খবর দেওয়া হয় বনদফতরকে। স্থানীয় মৎস্যজীবীদের দাবি এখনও পর্যন্ত বেঁচে রয়েছে তিমিটি। পথ ভুলে দল ছুট হয়ে তিমিটি গভীর সমুদ্র থেকে এই নদীতে ঢুকে পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande