সাতচাঁদ (ত্রিপুরা), ৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ জেলা পরিষদের পিডিএফ তহবিলের মাধ্যমে কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে সাতচাঁদ ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কৃষকদের মধ্যে বিলি করা হল কৃষি সরঞ্জাম।
শনিবার সাতচাঁদ ব্লক প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্লক এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয় ৯০টি পাওয়ার উইডার, ১২৪টি স্প্রে মেশিন, ৪টি ঘাস কাটার যন্ত্র। এছাড়াও পি এম অজয় স্কিমের মাধ্যমে ব্লক এলাকার তিনটি পঞ্চায়েত যথাক্রমে থাইবুং, নবগ্রাম ও বিজয়নগর এলাকার ৪৫টি পরিবারকে আর্থিক স্বাবলম্বী করে তোলার লক্ষে ২৫ হাজার টাকা করে ১১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস, সাতচাঁদ কৃষি মহকুমা তত্বাবধায়ক মনোহর দাস সহ অনান্যরা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das