গঙ্গাসাগরে মেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে স্বেচ্ছাসেবকরা, ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর
গঙ্গাসাগর, ৬ জানুয়ারি (হি. স.) : গঙ্গাসাগর মেলা'কে - জাতীয় মেলা, হিসেবে ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী। মুরিগঙ্গা নদীর উপর পাকা সেতুর দাবিও সমানভাবেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই বক্তব্য প্রতি বছর মেলার সময
ভারত সেবাশ্রম সঙ্ঘে স্বামীজির সঙ্গে মুখ্যমন্ত্রী


গঙ্গাসাগর, ৬ জানুয়ারি (হি. স.) : গঙ্গাসাগর মেলা'কে - জাতীয় মেলা, হিসেবে ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী। মুরিগঙ্গা নদীর উপর পাকা সেতুর দাবিও সমানভাবেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই বক্তব্য প্রতি বছর মেলার সময় গঙ্গাসাগরে পৌঁছে তাঁকে লাগাতার স্মরণ করিয়ে যেতেই হয়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখেন গঙ্গাসাগরস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘে। তিনি আরও জানান, যদিও সুযোগ পাই তো বা কখনও কেন্দ্রীয় সরকারে যেতে পারি তখন জাতীয় মেলার দাবি ও পাকা সেতু সহ এলাকার সার্বিক উন্নয়ন করতে পারি। এ নিয়ে বহু আবেদন ও নিবেদন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তা সত্বেও হেলদোল নেই। কুম্ভমেলার জাতীয় স্বীকৃতি রয়েছে - অর্থ সাহায্য প্রদান করা হয়। সেখানে যেতেই পুণ্যার্থীদের জন্য রয়েছে উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা। গঙ্গাসাগরে অথচ মুরিগঙ্গা নদী ও জল পেরিয়ে কেবলমাত্র আসা সম্ভব। লাখ লাখ তীর্থযাত্রীদের আনাগোনা অব্যাহত। তিনি আরও বলেন, গঙ্গাসাগরে ফি বছর মেলার সময় শুধুমাত্র নয় বছরভর মানব কল্যাণে কাজ করে থাকে ভারত সেবাশ্রম সঙ্ঘ। যে কোনও প্রাকৃতিক দুর্যোগে সবার আগেই সেবার কাজে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের সদস্য তথা স্বেচ্ছাসেবকরা। ৯৯ শতাংশ ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং গঙ্গাসাগরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন - রামকৃষ্ণ মিশন শিক্ষাদান করে। ভারত সেবাশ্রম সঙ্ঘ - সেবায় ব্রতী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande