পাথারকান্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : ভক্তকুলের সমাগমে জমে উঠেছে পাথারকান্দি কালীবাড়ির ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম মহাসংকীর্তন। গত রবিবার সন্ধ্যায় মহানাম সংকীর্তন উপলক্ষ্যে মহিলারা লালপেড়ে গরদের শাড়ি ও পুরুষরা পাঞ্জাবি পরে ১০৮টি কলসি নিয়ে লঙ্গাই নদী থেকে জল আনয়ন করেন। এর পর কাছাড় জেলার অন্তর্গত শ্রীকোণার ভাগবত আশ্রমের রাধেশ্যাম বাবাজি শুভ অধিবাসের মাধ্যমে ২৪ প্রহর মহানাম সংকীর্তনের শুভারম্ভ করেন।
পাথারকান্দি টাউন কালীবাড়ি নাটমণ্ডপে আয়োজিত বাৎসরিক এই মহানাম সংকীর্তনে এবার শ্ৰীহরিনাম পরিবেশন করছেন ত্রিপুরার রাধেশ্যাম সম্প্রদায়ের মতো কীর্তনিয়া দল ছাড়াও কুকিতলের রাধাগোবিন্দ সম্প্রদায়, শিলচরের রাইধনী সম্প্রদায়, হাইলাকান্দির সুন্দরগোপাল সম্প্রদায়, মঞ্জুশ্রী সম্প্রদায়, রামকৃষ্ণনগরের মদনগোপাল সম্প্রদায়।
শ্রীহরিনাম শ্রবণ করতে প্রতিদিন উপচে পড়ছে ভক্তকুল। হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে প্রতিদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় বিগ্রহ সহযোগে নগর পরিক্রমা। সকাল দশটায় দধিভাণ্ড ভঞ্জন ও পূর্ণা পরিবেশনের মধ্য দিয়ে এবারের বাৎসরিক ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি ঘটবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস