দেবোলাল গার্লোসার বিরুদ্ধে হাফলঙে বিজেপির একাংশ নেতা-কার্যকর্তার বিক্ষোভ প্রদর্শন
দেবোলাল গার্লোসার বিরুদ্ধে হাফলঙে বিজেপির একাংশ নেতা-কার্যকর্তার বিক্ষোভ প্রদর্শন
হাফলঙে দেবোলাল গার্লোসার বিরুদ্ধে বিজেপির একাংশ নেতা-কার্যকর্তার বিক্ষোভ প্রদর্শন


হাফলং (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : ‘দেবোলাল গার্লোসা হটাও, বিজেপি বাঁচাও’, ‘দেবোলাল গার্লোসা মুর্দাবাদ’, ‘দেবোলাল গার্লোসা গো ব্যাক’ স্লোগানে মঙ্গলবার ডিমা হাসাও জেলা সদর হাফলং শহর উত্তাল করে তুলেছেন বিজেপির একাংশ নেতা-কার্যকর্তা এবং সমর্থকরা।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য তথা বিজেপি-নেতা দেবোলাল গার্লোসার ‘গুণ্ডারাজ ও একনায়ত্ববাদ’-এর বিরুদ্ধে ডিমা হাসাও জেলা বিজেপিতে বিদ্রোহের আগুন জ্বলছে। দেবোলালের বিরুদ্ধে খোদ বিজেপির কার্যকর্তারা বিক্ষোভ-প্রতিবাদে শামিল হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে এই প্রতিবাদ ডিমা হাসাও জেলায় আছড়ে পড়েছে। জেলার বিভিন্নস্থানে বিক্ষুব্ধ বিজেপি নেতা-কার্যকর্তারা প্রতিবাদ শুরু করেছে দেবোলাল গার্লোসার অপসারণের দাবিতে।

আজ মঙ্গলবার এই ক্ষোভ আছড়ে পড়েছে জেলা সদর শহর হাফলঙে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবেলাল গার্লোসাকে পদ অপসারণ করার দাবি জানিয়ে বিজেপির একাংশ নেতা ও তৃণমূলস্তরের কার্যকর্তারা শহরের রাজপথ অবরোধ করে এক মিছিল বের করেন। শহর পরিক্রমা শেষে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার উদ্দেশ্যে এক স্মারকলিপি পাঠিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande