আগ্রা, ৮ জানুয়ারি (হি.স.): অতি ঘন কুয়াশার জেরে তাজনগরী আগ্রায় শূন্যে নেমে গেল দৃশ্যমানতা। দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায় সকালের দিকে সমস্যার মধ্যে পড়েছেন গাড়ি চালকরা। অদৃশ্য হয়ে গিয়েছে তাজমহল। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দূর থেকে দেখাই যায়নি আগ্রার তাজমহলকে।
বুধবার সকালে দিল্লি-উত্তর ভারতের বিভিন্ন রাজ্য ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিল্লি থেকে পঞ্জাব, হরিয়ানা থেকে জয়পুর - সর্বত্রই ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। আগ্রায় দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ