মহাকুম্ভ ২০২৫-কে উৎসর্গ করে আকাশবাণী ও দূরদর্শনের বিশেষ গান প্রকাশ 
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাকুম্ভ ২০২৫-কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ করেছেন। দিল্লিতে এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগল এবং সিইও গৌরব দ্ব
মহাকুম্ভ ২০২৫ -কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাকুম্ভ ২০২৫-কে উৎসর্গ করে আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ গান প্রকাশ করেছেন।

দিল্লিতে এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগল এবং সিইও গৌরব দ্বিবেদী। জয় মহাকুম্ভ এই গানটি গেয়েছেন রতন প্রসন্ন। এটি রচনা করেছেন অভিনয় শ্রীবাস্তব। উল্লেখ্য ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande