নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): বিদেশমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার ৭০ বছরে পা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বিশেষ দিনে জয়শঙ্করকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন তিনি জানান, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা। দেশের জন্য কাজ করে চলেছেন তিনি। গোটা পৃথিবীর সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের বুনিয়াদ দৃঢ় করার কাজ করছেন তিনি। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ