সুপ্রিম নিষেধাজ্ঞা অবৈধ ও রেটহোল মাইনিঙে, তার পরও কী করে অসমে চলে এ সব কার্য, প্রশ্ন এআইসিসি-সচিবের
সুপ্রিম নিষেধাজ্ঞা অবৈধ ও রেটহোল মাইনিঙে, তার পরও কী করে অসমে চলে এ সব কার্য, প্রশ্ন এআইসিসি-সচিবের
হাফলঙে এপিসিসি-সচিব মনোজ চৌহানের সাংবাদিক সম্মেলন


হাফলং (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : উমরাংসো কালামাটির আসাম কয়লা খাদানে সংঘটিত দুর্ঘটনা নিয়ে এবার সরব হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সচিব মনোজ চৌহান। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নির্দেশে উমরাংসোর কয়লা খাদানে সংঘটিত দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে ডিমা হাসাও জেলায় এসেছেন কংগ্রেস নেতা মনোজ।

আজ বৃহস্পতিবার জেলা সদর হাফলঙের রাজীব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সর্বভারতীয় সচিব মনোজ চৌহান সংঘটিত দুর্ঘটনার জন্য অসম সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, উমরাংসোর কয়লা খনিতে অবৈধ মাইনিঙের জন্য এতজন শ্রমিকের প্রাণ চলে গেল। সুপ্রিম কোর্ট অবৈধ মাইনিং ও রেটহোল মাইনিংকে নিষিদ্ধ করার পরও ডিমা হাসাও জেলায় অবৈধ মাইনিং চালাচ্ছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার স্ত্রী কণিকা হোজাই, গুরুতর অভিযোগ তুলে মনোজ চৌহান বলেন, অবৈধ মাইনিঙের দরুন আজ এত শ্রমিকের প্রাণহানী ঘটেছে।

গত ৬ জানুয়ারি ঘটনাটি সংঘটিত হওয়ার চারদিন পরও কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর প্রশ্ন, কণিকা হোজাই কি নিজের ইচ্ছানুসারে এই মাইনিং চালাচ্ছিলেন? তিনি বলেন, এর পেছনে বড় বড় রাজনৈতিক নেতার চেহারা লুকিয়ে আছে। যার ইশারায় এই অবৈধ মাইনিং চলছিল।

কংগ্রেসের সর্বভারতীয় নেতা বলেন, যারা এই অবৈধ মাইনিঙে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার যদি কঠোর পদক্ষেপ গ্রহণ না করে এবং এত শ্রমিকের প্রাণহানীর ঘটনায় জড়িতরা উপযুক্ত সাজা না পাওয়া পর্যন্ত কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। মনোজ চৌহান বলেন, ঘটনাটি কংগ্রেস দিল্লিতে নিয়ে যাবে, দল এ বিষয়ে ক্ষান্ত থাকবে না।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande