নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম উদ্যোগ পরীক্ষা পে চর্চা, পরীক্ষার চাপকে শিক্ষা ও উদযাপনের উৎসবে রূপান্তরিত করার জন-আন্দোলনে পরিণত হয়েছে। ২০২৫-এর পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণে নিবন্ধিত হয়েছেন দেশ-বিদেশের ২.৭৯ কোটিরও বেশি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক।
বৃহস্পতিবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এখবর জানিয়ে বলেছে, “পরীক্ষা পে চর্চা, ২০২৫-এর জন্য নিবন্ধীকরণ MyGov.in পোর্টালে শুরু হয়েছে ১৪ ডিসেম্বর, ২০২৪, চলবে ১৪ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।
শিক্ষা মন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রশ্নোত্তর-ভিত্তিক এই বার্ষিক সমারোহ অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৪-এর পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণের আয়োজন হয়েছিল নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে।
পরীক্ষা পে চর্চার ধারণাকে সামনে রেখে ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস থেকে ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পর্যন্ত স্কুলস্তরে নানা কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। এর আওতায় দেশীয় খেলাধূলা, ম্যারাথন, মিম প্রতিযোগিতা, পথ নাটিকা, যোগাভ্যাস ও ধ্যান অধিবেশন, পোস্টার তৈরির প্রতিযোগিতা, প্রেরণামূলক চলচ্চিত্র প্রদর্শন, মানসিক স্বাস্থ্য কর্মশালা, কবিতা, গান ও নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত