তিরুপতিতে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ চন্দ্রবাবুর 
হায়দরাবাদ, ৯ জানুয়ারি (হি.স.): তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু শোক প্রকাশ করেছেন। ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডুর কাছে টেলিফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজখব
তিরুপতি মন্দিরে পদপিষ্ট


হায়দরাবাদ, ৯ জানুয়ারি (হি.স.): তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু শোক প্রকাশ করেছেন। ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডুর কাছে টেলিফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে যেতে পারেন। আহতদের সঙ্গে দেখা করতে পারেন তিনি।

উল্লেখ্য, বুধবার পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande