অসমে বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন ও চলমান কাজের পর্যালোচনা কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার
অসমে বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন ও চলমান কাজের পর্যালোচনা কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার
এইমস গুয়াহাটিতে জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা


রোগী ও ডাক্তারদের সঙ্গে বার্তালাপ


এইমস গুয়াহাটিতে জেপি নাড্ডা


তেজপুরে এলজিবিআরআইএমএইচ-এ নতুন লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান কেন্দ্র উদ্বোধন


বোর্ড অব গভর্নরস্ সভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী


গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : অসমে বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন এবং চলমান কাজের পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডা।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘল এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে নিয়ে আজ বুধবার শোণিতপুর জেলা সদর তেজপুরে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ রিজিওনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ (এলজিবিআরআইএমএইচ)-এ একটি নতুন লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান কেন্দ্র সহ স্বাস্থ্যসেবা প্রকল্পের এক সিরিজ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডা। এছাড়া দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈ সিভিল হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস, এইমস গুয়াহাটি এবং অন্যান্য স্থানে চলমান উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

তেজপুরে এলজিবিআরআইএমএইচ-এ নতুন লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান কেন্দ্র সহ স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্বোধনের পর সেখানে বোর্ড অব গভর্নরস্ সভা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সভায় অন্যদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার শেষ বিকালের দিকে দুদিনের সফরে গুয়াহাটি এসেছিলেন। আজ বুধবার সকালে হেলিকপ্টারে তাঁর তেজপুর যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন হেলিকপ্টারের বদলে গুয়াহাটি থেকে তিনি সড়কপথে তেজপুর গিয়েছেন।

সভা শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা বলেন, ‘বোর্ড অব গভর্নরস্ সভায় যোগ দিয়েছিলাম। সভায় বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে৷ আমরা সে সমস্ত প্রস্তাবকে অনুমোদন করেছি যাতে ইনস্টিটিউটটি আগামী দিনে দ্রুতগতিতে এগিয়ে যায়৷’ তিনি বলেন, অত্যাধুনিক লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান কেন্দ্র শিক্ষার্থীদের তাঁদের অ্যাকাডেমিক ক্যারিয়ার বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য গবেষণার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সংস্থানগুলির সাথে ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেপি নাড্ডা বলেন, এলজিবিআরআইএমএইচ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত প্রতিষ্ঠান।

এদিকে নিজের এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ‘লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ রিজিওনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ-এ একটি নতুন লাইব্রেরি এবং তথ্যবিজ্ঞান কেন্দ্র উৎসর্গ করা এবং বোর্ড অব গভর্নরস্ মিটিঙে যোগদান করতে আদরনিয়া শ্রী জেপি নাড্ডা জি-র সাথে সঙ্গ দেওয়ার সুযোগ পেয়েছি৷’

আরেক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নতুন সুবিধাগুলি এর গবেষণার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এলজিবিআরআইএমএইচ হলো ভারতের প্রাচীনতম মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং উত্তরপূর্বের সেরা তৃতীয় মানসিক চিকিৎসা কেন্দ্র।’ আরও একটি পোস্টে তিনি বলেন, ‘এটা আনন্দের বিষয় যে, কেন্দ্রীয় সরকার এই মহান ইনস্টিটিউটের সক্ষমতাগুলিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পেছনে অবদান রেখেছে।’

তেজপুরের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দরং জেলার মঙ্গলদৈ যান। মঙ্গলদৈ সিভিল হাসপাতালে একটি ৫০-শয্যার অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন, ‘এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটি দেড় বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। অসমজুড়ে আমরা প্রায় ২৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষে মোট ২৮টি এ ধরনের ক্রিটিক্যাল ক্যায়ার ইউনিট তৈরি করতে যাচ্ছি। এই কেন্দ্রগুলি অসমের স্বাস্থ্যসেবার ল্যান্ডস্ক্যাপ বদলে দেবে।’

বিজেপির সৰ্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘ড. শর্মার (অসমের মুখ্যমন্ত্রী) নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় প্রতিটি ক্ষেত্রে অসম দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। আপনাদের দায়িত্ব হলো এমন একটি সরকারকে শক্তিশালী করা, যারা জনসাধারণের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’ তিনি বলেন, অসমে স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে এটি একটি বড় পদক্ষেপ। এই উদ্যোগ রাজ্যবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিতে অ্যাক্সেস বাড়াবে, বলেন নাড্ডা।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘ক্রিটিক্যাল কেয়ার ব্লক আগামী দিনে দরং এবং ব্রহ্মপুত্রের উত্তর তীর ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য বিশ্বমানের সময়মতো পরিষেবা নিশ্চিত করবে। আমরা অসমের বিভিন্ন হাসপাতালে এ ধরনের ২৮টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক ইউনিট তৈরি করতে যাচ্ছি এবং ১০০ শতাংশ অর্থায়ন করবে কেন্দ্র।’

মুখ্যমন্ত্ৰী এদিন মঙ্গলদৈয়ে আসাম ক্যানসার হাসপাতালের সুবিধাগুলিও পরিদর্শন করে রাজ্যের আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে জনগণের সাথে কথা বলেছেন।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জনৈক সিনিয়র অফিসার জানিয়েছেন, মঙ্গলদৈ-এ নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লকটি ২৩.৭৫ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অধীনে তৈরি হবে।

জেপি নাড্ডা বলেন, ‘অত্যাধুনিক এই হাসপাতালটি উন্নত ক্যানসারের যত্ন প্রদান করবে। এটি নিশ্চিত করবে, দরং এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের আর চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবে না।’

এর পর জেপি নাড্ডা মঙ্গলদৈয়ে বাইপাস প্রকল্প এবং স্কিল ইউনিভার্সিটির চলমান নির্মাণ কাজের মূল্যায়ন করেছেন। তিনি দরং জেলার সিপাঝার ফার্স্ট রেফারেল ইউনিট পরিদর্শন করে ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপলব্ধ সুবিধাগুলি পর্যালোচনা করে প্রদত্ত পরিষেবার মান মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

গুয়াহাটির পার্শ্ববর্তী কামরূপ জেলায় অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) গুয়াহাটিতে জেপি নাড্ডার আজ শেষ কার্যক্রম ছিল। সেখানে তিনি মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা সহ ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে স্বাস্থ্যসেবা সুবিধার চলমান উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন।

পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এইমস-এর অগ্রগতিতে আমি সন্তুষ্ট। ওপিডি এবং ফ্যাকাল্টি বিভাগগুলি খুব ভালোভাবে কাজ করছে। আইপিডি আরও শক্তিশালী হবে। ২০২৫ সালের মাঝামাঝি থেকে তা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ফ্যাকাল্টিগুলিকে আরও উন্নত করা হবে। গুয়াহাটি ছাড়ার আগে যথাসময়ে সব ‘বাধা’ দূর করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande