আগরতলা, ৬ জানুয়ারি (হি.স.) : আগরতলা শহরের বড়জলার অঙ্গননগর এলাকায় সিপিএম কর্মীর বাড়ি লক্ষ করে বোমা নিক্ষেপের ঘটনার খোঁজ খবর নিতে গেলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা বলেন, কারা বোমা নিক্ষেপ করেছে সেটা কেউ দেখেনি। কিন্তু এই ধরনের ঘটনার পেছনে অতীত এবং বর্তমান কিছু বিষয় থাকে যেগুলো এই ঘটনার সাথে যুক্ত।
তিনি বলেন, ঘটনার পর পার্শ্ব প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে যায় এর পেছনে কারা যুক্ত থাকতে পারে এবং পেছনে মূলত কি কারণ রয়েছে। তপন শীল একজন দলের একনিষ্ঠা কর্মী। বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তিনি এলাকায় কাজ করেছেন। দলের হয়ে তিনি এলাকার সৈনিক। তপন শীলের মত নেতৃত্বের কারণে এই বড়জলা আসনটি বিজেপি থেকে ছিনিয়ে নিতে সফল হয়েছে সিপিআইএম। তারপর থেকেই তপন শীল সহ যারা যারা গণতন্ত্রের হয়ে কাজ করছে তাদের উপর বিজিত শক্তির একটা প্রতিহিংসা। এলাকায় এছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সক্রিয়তা নেই। সুতরাং এটি বোঝা যায় কারা জড়িত এই ঘটনায়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das