আগরতলা, ৬ জানুয়ারি (হি.স.) : ফের আগরতলা জিআরপি থানার পুলিশ বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় অনুপ্রবেশে সহযোগিতা করার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় মহকুমার হরিহরদোলা বাজার থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা রয়েছে।
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃতরা হল-(১) জয়ন্ত দাস (৩০), বাড়ি -উত্তর কাইয়াডেফা, থানা - মধুপুর, (২)সমীর দাস (৩৮), বাড়ি -উত্তর কাইয়াডেফা,থানা - মধুপুর, (৩)জাকির হোসেন (৩৫), বাড়ি -পুরাতল রাজনগর, থানা - মধুপুর, (৪)মবিন মিয়া (৩৪), বাড়ি -পুরাতল রাজনগর, থানা - মধুপুর এবং (৫)গৌর চাঁদ দেবনাথ, বাড়ি -উত্তর কাইয়াডেফা, থানা - মধুপুর। ওসি জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নামধাম জানা গিয়েছে যারা বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় অনুপ্রবেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর সাথে জড়িত। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে তাদের। রবিবার রাতে মধুপুর থানা এবং বিএসএফকে সাথে নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das