গঙ্গাসাগর, ৬ জানুয়ারি (হি.স.): সমুদ্রের গ্রাস থেকে কপিলমুনির মন্দিরকে বাঁচাতে মন্দির কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কপিলমুনির মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী। পুজো দেবার পর আশ্রমের প্রধান মোহন্তর সঙ্গে দেখা করে প্রাকৃতিক কারণে তৈরি হওয়া মন্দিরের সংকট বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, মোহন্তর সঙ্গে তাঁর কথা হয়েছে। সারা বছরে ভক্তদের দান থেকে এই মন্দিরের যে আয় হয় তার ২৫ শতাংশ ব্যয় করে সমুদ্রে বাঁধ নির্মাণ করার বিষয়ে মন্দির কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত