মরিগাঁও (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : অসমের মরিগাঁও জেলার দুই শিক্ষককে বিদেশি নাগরিক ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। ফরেনার্স ট্রাইব্যুনালের এই ঘোষণার পর দুই শিক্ষককে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে রাজ্যের শিক্ষা দফতর।
যে দুজনের চাকরি গেছে তাঁরা মরিগাঁও জেলার অন্তর্গত লাহরিঘাট শিক্ষা ব্লকের অন্তর্গত উলুবাড়ি মধ্য ইংরেজি বিদ্যালয়ের একজন বিজ্ঞান শিক্ষক আবদুর রশিদ এবং কপিলি শিক্ষা ব্লকের অধীনস্থ ঠেংশালি খান্দাপুখুরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম। এর আগে এই দুজন ট্রাইব্যুনালের কার্যক্রমণিকার সঙ্গে থাকায় কারাদণ্ড ভোগও করেছিলেন।
আজ শনিবার সরকারি সূত্রে জানা গেছে, ফরেনার্স ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের ভিত্তিতে গত বছর (২০২৪)-এর ২৪ ডিসেম্বর চাকরি থেকে তাদের ছাটাই করতে একটি নির্দেশিকা জারি করেছিল শিক্ষা বিভাগ।
জানা গেছে, ঠেংশালি খান্দাপুখুরি প্রাথমিক বিদ্যালয় থেকে খায়রুল ইসলামকে বরখাস্ত করার একটি বিশদ প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এ ধরনের মামলার আইনি সমাধানে শিক্ষা বিভাগ কঠোরভাবে পালন করছে, বলেছে সরকারি সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস