গুয়াহাটিতে এসটিএফ-এর অভিযানে বমাল ধৃত দুই মাদক কারবারি
গুয়াহাটি মহানগরীতে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর অভিযানে বমাল ধরা পড়েছে দইু ড্ৰাগস কারবারি
গুয়াহাটিতে এসটিএফ-এর অভিযানে বমাল ধৃত দুই মাদক কারবারি


গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি মহানগরীতে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে বমাল ধরা পড়েছে দইু ড্ৰাগস কারবারি। ধৃতদের গোয়ালপাড়া জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের গোসাঁইডুবি গ্রামের বাসিন্দা প্ৰয়াত আকবর আলির বছর ২৭-এর ছেলে মহম্মদ আসউ আলি এবং বিহারের ভিট্টামোর থানাধীন কোরিয়াহি এলাকার সীতামাড়ি গ্রামের বাসিন্দা লাখন ঝায়ের ২৮ বছর বয়সি ছেলে আনন্দ কুমার ঝা বলে পরিচয় পাওয়া গেছে।

আসাম পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, নিৰ্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকালের দিকে মহানগরের ভরলুমুখ থানাধীন আটগাঁও ৪ নম্বর রেলওয়ে গেট এলাকায় মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল এসটিএফ-এর এক দল। অভিযানে মহম্মদ আসউ আলি এবং আনন্দ কুমার ঝায়ের হেফাজত থেকে হেরোইন ভরতি ৩৫টি কন্টেইনার বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির ওজন ৪৬.৯ গ্ৰাম।

ধৃত দুই মাদক কারবারির হেফাজত থেকে ৪৬.৯ গ্ৰাম হেরোইন সহ নগদ ৩,৩০০ টাকা এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছেন এসটিএফ-এর আভিযানকারীরা। জিজ্ঞাসাবাদে দুই যুব-মাদক কারবারির স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, মহম্মদ আসউ আলি অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা হলেও বর্তমানে সে বসবাস করছিল কামরূপ মেট্রো জেলার অন্তর্গত গুয়াহাটির ভরলুমুখে আটগাঁও ব্রিজ সংলগ্ন ভাড়া বাসায়। এছাড়া আটগাঁও ব্রিজ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করছিল বিহারের আনন্দ কুমার ঝাও।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande