নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): দিল্লি পুলিশ অবৈধ অভিবাসন এবং ভুয়ো ডকুমেন্টেশন র্যাকেটের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল। দুই বাংলাদেশি নাগরিক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ডিসিপি (দক্ষিণ) অঙ্কিত চৌহান।
পুলিশের যুগ্ম কমিশনার সঞ্জয় কুমার জৈন বলেন, দক্ষিণ জেলা এএটিএস একটি অবৈধ বাংলাদেশি অভিবাসন র্যাকেটের পর্দাফাঁস করেছে। আমরা দুই বাংলাদেশি এবং দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছি। ধৃত বাংলাদেশি নাগরিকরা বিলাল হুসেন এবং তানিয়া খান নামে পরিচিত, বিবাহিত দম্পতি। তারা ২০২২ সালে ভারতে প্রবেশ করেছিল। তাদের ভাই আনিস শেখ ইমিগ্রেশন এবং এই র্যাকেটের মূল পান্ডা। আমিনুল ইসলাম একজনকে গ্রেফতার করা হয়েছে, যে অসমের বাসিন্দা। গুরুগ্রামের বাসিন্দা আশিস মেহরা তাদের জন্য ভুয়ো নথি তৈরি করেছিল। আনিস শেখ এখনও পলাতক এবং আমরা যতদূর জানি, সে ভারতে নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ