ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম, কাশ্মীরের অন্যত্রও জমজমাট শীত
শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, গুলমার্গ ও পহেলগাম-সহ কাশ্মীরের অন্যত্রও জমজমাট শীত। কাশ্মীরের গুলমার্গ এবং পহেলগামে শৈত্যপ্রবাহের অবস্থা তীব্র হয়েছে, উভয় স্থানেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা, এমনকি উপত্যকার বাক
ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম, কাশ্মীরের অন্যত্রও জমজমাট শীত


শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, গুলমার্গ ও পহেলগাম-সহ কাশ্মীরের অন্যত্রও জমজমাট শীত। কাশ্মীরের গুলমার্গ এবং পহেলগামে শৈত্যপ্রবাহের অবস্থা তীব্র হয়েছে, উভয় স্থানেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা, এমনকি উপত্যকার বাকি অংশগুলি তীব্র শীত অনুভব করছে।

শ্রীনগরে তাপমাত্রা নেমেছে মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াসে, পহেলগামে মাইনাস মাইনাস ৯.২ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান-এর অধীনে রয়েছে। এই সময়ে তীব্র ঠান্ডা থাকে উপত্যকায়।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande