নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): একরাশ হতাশা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই চিঠিতে শিবরাজ উল্লেখ করেছেন, কৃষকদের প্রতি আপনার সরকারের কোনও আবেগ নেই।
শিবরাজ চিঠিতে লিখেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে এই চিঠি লিখছি। দিল্লির কৃষকদের স্বার্থে আপনি কখনই উপযুক্ত সিদ্ধান্ত নেননি। কেন্দ্রীয় সরকারের কৃষক-বান্ধব প্রকল্পগুলিও আপনার সরকার দিল্লিতে কার্যকর হতে বাধা দিয়েছে। কৃষকদের প্রতি আপনাদের সরকারের কোনও সহানুভূতি নেই। এখন দিল্লির কৃষকরা বিচলিত ও চিন্তিত। দিল্লি সরকার কেন্দ্রের অনেক কৃষক কল্যাণ প্রকল্প বাস্তবায়ন না করার কারণে, কৃষক ভাই ও বোনেরা এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি এর আগেও আপনাকে একটি চিঠি লিখে দিল্লির কৃষকদের সমস্যার কথা জানিয়েছিলাম, কিন্তু এটা উদ্বেগের বিষয় যে আপনার সরকার এই সমস্যার সমাধান করেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ