অ্যাডভান্টেজ আসাম ২.০ : বিনিয়োগকারী টানতে তিন দিনের মুম্বাই সফরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
অ্যাডভান্টেজ আসাম ২.০ : বিনিয়োগকারী টানতে তিন দিনের মুম্বাই সফরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
সানফার্মা-র নির্বাহী অধিকৰ্তা অলোক সাংভি সহ ইন্ডিয়া ইনকর্পোরেটেডের বিশিষ্ট পদাধিকারীদের সঙ্গে হিমন্তবিশ্ব শৰ্মা


টাটা-চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন অ্যাডভান্টেজ আসাম ২.০ শীর্ষ সম্মেলনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তিনদিনের মুম্বাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুম্বাই সফরকালে ড. শর্মা একটি রোড-শোয় অংশগ্রহণ করবেন। এছাড়া সহযোগিতামূলক সুযোগ অন্বেষণ করতে ইন্ডিয়া ইনকর্পোরেটেডের বিশিষ্ট তথা শীর্ষ পদাধিকারীদের সঙ্গে আজ (শনিবার) সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী।

আজ শনিবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী জানান, আজ তিনি টাটা-চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেছেন। বৈঠক ফলপ্রসূ ছিল বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি মনে করি, অসম এবং টাটা গ্রুপের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করতে এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম হবে।’

এছাড়া সানফার্মা-র কাৰ্যনির্বাহী অধিকৰ্তা আলোক সাংভির সঙ্গেও সমৃদ্ধ আলোচনাসভা হয়েছে বলে জানিয়েছেন হিমন্তবিশ্ব শৰ্মা। তাঁর সঙ্গে অসমের ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিদ্যমান সুযোগ এবং রাজ্যে তাঁদের কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা নিয়েও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত অ্যাডভান্টেজ আসাম ২.০ শীর্ষ সম্মেলন আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য বিনিয়োগ বাড়ানো, সরকারি কর্মসংস্থান তৈরি করা এবং উদ্যোক্তাদের সমর্থন আদায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande